বাকলিয়ায় পুড়ল বসতঘর ও দোকান

0

নগরের বাকলিয়ায় অগ্নিকাণ্ডে একটি সেমিপাকা বসতঘর ও দোকানপুড়ে গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে বাকলিয়ার মিয়াখান নগর এলাকার মফিজুর রহমানের মালিকানাধীন বসতঘর ও দোকানে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ জয়নিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে লামার বাজার ও কালুরঘাট ফায়ার স্টেশন থেকে ছয়টি গাড়ি পাঠানো হয়। পরে সাড়ে নয়টার দিকে আগুন নেভানো হয়।

তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া বসতঘরের পাশে কিছু কাঁচা ঘরে পুরোনো কাপড়ের স্তুপ ছিল। তাই আগুন নেভাতে সময় লেগেছে। প্রাথমিক হিসাবে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM