ওয়াশিংটনে অ্যাপার্টমেন্টে গুলি, নিহত ১

0

আমেরিকার ওয়াশিংটনের দক্ষিণাঞ্চলীয় ভ্যানকুভার শহরে বয়স্ক নাগরিকদের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে আরও দু’জন আহত হয়েছে।

এই ঘটনায় পুলিশের মুখপাত্র কিম ক্যাপস জানিয়েছেন, ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে সন্দেহভাজন হিসেবে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে স্মিথ টাওয়ার অ্যাপার্টমেন্ট থেকে পুলিশের কাছে ফোনকল আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

দুই নারীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। অপরদিকে গুলিবিদ্ধ অপর এক ব্যক্তি মারা গেছেন। মুখপাত্র কিম জানান, এক ব্যক্তি অ্যাপার্টমেন্ট ভবনের লবিতে গুলি চালান। পরে তিনি নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যান।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM