লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

0

লক্ষ্মীপুরের রায়পুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম সিআইপি। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার স্পিনা রানী, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া, সাংসদ কাজী শহিদ ইসলাম, পাপুল’র  প্রতিনিধি ও পৌর আ’লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবীর বাক্কি বিল্লাহ, সাবেক মেয়র ও জেলা আ’লীগের সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান, ৪নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. ইউসূফ জালাল কিসমত, ৮নং চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু ফরায়াজী ও সমাজসেবক বাকিন ভূঁইয়া প্রমুখ।

জয়নিউজ/মনির/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM