ইডিইউতে আন্তর্জাতিক কনফারেন্স ও লিট ফেস্ট বুধবার শুরু

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) উইলিয়াম শেক্সপিয়ার বিষয়ে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।

- Advertisement -

একইসঙ্গে ইডিইউর ইংরেজি বিভাগ উদ্যোগে আয়োজিত ‘ডিসকারসিভ শেক্সপিয়ার’ শিরোনামের এ কনফারেন্সে শেষদিন থাকছে লিট ফেস্ট ও ইডিইউ লিটারেরি ক্লাবের সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হবে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ওথেলো’ এর মঞ্চায়ন।

- Advertisement -google news follower

বুধবার(২ অক্টোবর) শুরু হয়ে এ কনফারেন্স শেষ হবে পরদিন ৩ অক্টোবর।

দুইদিন ব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে দেশি-বিদেশি গবেষকগণ শেক্সপিয়ার নিয়ে তাদের মৌলিক গবেষণা ও রচনা তুলে ধরবেন।

- Advertisement -islamibank

কনফারেন্সের প্রথম দিন সকাল দশটায় উদ্বোধনী সেশনে কী-নোট উপস্থাপন করবেন দিল্লী ইউনিভার্সিটির অধ্যাপক ড. শর্মিষ্ঠা পাঞ্জা এবং দ্বিতীয় দিনের উদ্বোধনী সেশনে কী-নোট স্পিকার হলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহিত উল আলম।

এছাড়া দ্বিতীয় দিন বিকেল চারটায় শুরু হবে লিট ফেস্ট। এতে প্রধান অতিথি থাকবেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ও একুশে পদকজয়ী প্রখ্যাত কথাসাহিত্যিক আবুল মোমেন।

কনফারেন্সের প্রথম দিন প্রথম সেশনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মুহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহকারী অধ্যাপক মো. তাহের হোসেন সেলিম, গবেষক কোহিনুর আকতার, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের সহকারী অধ্যাপক মো. জিয়াউল হক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের জ্যেষ্ঠ প্রভাষক আদিবা জামান।

দ্বিতীয় সেশনে ইডিইউর প্রভাষক সাবরিন সরওয়ারের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার সহকারী অধ্যাপক আবদুল মোমেন সরকার ও শম্পা ইফতেখার, প্রভাষক মো. জাহিদুল ইসলাম, শিক্ষার্থী মো. শামসুস সাজেদীন এবং গবেষক সৈয়দা সাদিয়া রহমান।

তৃতীয় সেশনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রবাল দাশগুপ্তের সভাপতিত্বে প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন ও কোহিনুর আকতার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রভাষক মিথিলা আফরিন প্রবন্ধ উপস্থাপন করবেন।

দ্বিতীয় দিনে কনফারেন্সের চতুর্থ সেশনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রভাষক জাভেদ আনওয়ারের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাদাত জামান খান, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রভাষক নাসিহ উল ওয়াদুদ আলম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারদিন ইয়াসিন।

পঞ্চম সেশনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রভাষক মিথিলা আফরিনের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ঢাকার প্রভাষক মুহাম্মদ নুরুল ইসলাম, প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রভাষক জয়নব তাবাসসুম বানু সোনালি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী সামিন এম আসির।

ষষ্ঠ সেশনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রভাষক মোরশেদুল আরিফিনের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক মুহাম্মদ আখতারুজ্জামান ও প্রবাল দাশগুপ্ত এবং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ঢাকার প্রভাষক সাবের-ই-মুনতাহা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM