সুচিন্তার জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা শিক্ষার্থী সমাবেশ

0

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর)পূর্ব ষোলশহর মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী।

এতে আলোচক ছিলেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)আবদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর এম আশরাফুল আলম, সাংবাদিক নাছির উদ্দীন হায়দার, সংগঠনের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, যুগ্ম সমন্বয়ক ডা. হোসেন আহম্মদ, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ড সভাপতি শামসুল আলম, ফোরকান আলী, মুহাম্মদ শরাফত হোছাইন, মুহাম্মদ নুরুল হোসাইন, মুহাম্মদ কোরবান আলী, মাওলানা সরওয়ার কামাল ও হাফেজ এহসানুল হক।

জিনাত সোহানা চৌধুরী বলেন, জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, মানবিকতা ও পরিপূর্ণ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM