লোহাগাড়ায় খেলাঘরের ‘না’ কর্মসূচির উদ্বোধন

0

লোহাগাড়ার ফয়েজ শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টংকাবতী খেলাঘর আসরের উদ্যোগে শিশুদের নিয়ে ‘না’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ।

সভায় বক্তারা শিশুদের নিয়ে খেলাঘরের ১০টি ‘না’ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এতে শিশুদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। তারা বলে, প্রায় ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চলবে। এসময় খেলাঘর শিশুর মানসিক বিকাশে বাঁধাগ্রস্ত করে এ ধরণের ১০টি পদক্ষেপকে বর্জনের আহ্বান জানানো হয়।

সভায় টংকাবতী খেলাঘর আসরের এ উদ্যোগ সফল করতে স্থানীয় উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

লোহাগাড়া টংকাবতী খেলাঘর আসরের আহ্বায়ক পুষ্পেন চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশীষ আচার্য্য, মো. রাসেল, নুরুল আলম মিন্টু চৌধুরী ও দেবপ্রসাদ বড়ুয়া প্রমুখ।

জয়নিউজ/পুষ্পেন/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM