পেকুয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা

0

কক্সবাজারের পেকুয়ার ৭ম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটের বিরুদ্ধে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর মা জানান, শনিবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার মনোহর আলমের ছেলে এনাম তার মেয়েকে জোর করে তার বাড়িতে নিয়ে যায়। এসময়  সে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় ও  ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করে। পরে আমার মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এনাম চার সন্তানের জনক। সে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায়  আমার মেয়েকে  উত্ত্যক্ত করতো।

এব্যাপরে পেকুয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আজম জানায়, ঘটনাটি জেনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিম ছাত্রীকে আইনগত সহায়তা দেওয়া হবে।

জয়নিউজ/গিয়াস/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM