এবার সেই পরিদর্শকের নামে মামলা করলেন হুইপ

0

পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সাইবার ট্রাইবুন্যালে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাত ১টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে ‘ক্লাব-জুয়া-সাংসদ এবং ওসি’ শিরোনাম একটি স্ট্যাটাস দেন পুলিশের পরিদর্শক মাহমুদ সাইফুল আমিন।

আরও পড়ুন: হুইপের বিরুদ্ধে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ আনা সেই পরিদর্শক বরখাস্ত

ওই স্ট্যাটাসে তিনি চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও হুইপ শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন বলে দাবি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে হুইপ শামসুল বলেন, চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। কোনোদিন ক্লাব থেকে একটি পয়সাও নেইনি।

এসময় আবাহনীতে জুয়ার আসর বসে না দাবি করে তিনি বলেন, যেখানে জুয়ার আসরই বসে না, সেখানে জুয়ার আসর থেকে টাকা আয় হচ্ছে বলে মন্তব্য করা ষড়যন্ত্রের অংশ।

আরও পড়ুন: হুইপ সামশুলকে লিগ্যাল নোটিশ

তিনি আরো বলেন, ফেসবুকে এসব লিখে আমার মানহানি করার অপচেষ্টা করা হয়েছে। আমি প্রতিকারের জন্য সাইবার ট্রাইবুন্যালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM