ক’দিন বাদেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর পূজা মানেই ঢোলের বাদ্য। ঢোল ছাড়া যেন পূর্ণতা পায় না পূজার আনুষ্ঠানিকতা। এছাড়া পূজার সময়ও ঢোল বাজানোর বিধান রয়েছে। তাই দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ঢোলের কারিগরদের। অনেকে বানাচ্ছেন নতুন ঢোল, আবার অনেকেই পুরোনোগুলোকে ঠিকঠাক করে নিচ্ছেন। ছবিটি নগরের পাথরঘাটার সতীশ বাবু লেইন থেকে তুলেছেন জয়নিউজের নিজস্ব আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।