হাটহাজারীতে ইভটিজিংয়ের অভিযোগে আটক ১৯

0

হাটহাজারীতে ইভটিজিংয়ের অভিযোগে ১৯ জন কিশোর-তরুণকে আটক করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে হাটহাজারীতে উঠতি বয়সী কিছু কিশোর-তরুণ বিভিন্ন স্কুল ও কলেজের সামনে বিভিন্ন স্পটে বসে ছাত্রীদের নানারকম কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করছিল বলে অভিযোগ আসে।

অভিযোগে প্রেক্ষিতে হাটহাজারী কলেজ গেইট এলাকা থেকে দুই দফা অভিযানে ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের যাচাই-বাছাই চলছে। কেউ নিরপরাধ হলে অবশ্যই ছেড়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, কোরবানির ঈদের আগেও পুলিশ অভিযান চালিয়ে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে বেশ কিছু ইভটিজারকে আটক করে।

জয়নিউজ/তালেব/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM