এবার চট্টগ্রামের হ্যাংআউট ক্লাবে অভিযান, আটক ২

0

নগরের কাজির দেউরি এলাকার হ্যাংআউট ক্লাবে অভিযান চালিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আলমাস সিনেমা হলের পাশের ক্লাবটিতে এ অভিযান চালানো হয়।

এসময় ওই ক্লাবের মালিক গোলাম রসুল বাবুলের ছেলে খালিদুজ্জামান (৩৫) ও কর্মচারী রবিউলকে আটক করা হয়।

এছাড়া ক্লাবে উপস্থিত ২৫ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ক্লাবটিতে অভিযান চালাই। এসময় তারা ক্লাবটির নিবন্ধনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাই আমরা ক্লাবটি সিলগালা করে দিয়েছি।

প্রসঙ্গত, ক্লাবটির মালিক গোলাম রসুল বাবুল চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব।

জয়নিউজ/পার্থ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM