ভেজাল ঘি বিক্রি: পটিয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পটিয়ায় ভেজাল ঘি বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফকিরা মসজিদ বাজার ও মৌলভীহাটে ভেজাল ঘি, লাইসেন্সবিহীন ফার্মেসি ও মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

এসময় ভেজাল ঘি বিক্রির দায়ে ফকিরা মসজিদ বাজারের শওকত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হোসেন ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মৌলভী হাটের খালেদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

এছাড়া সীমা ফার্মেসিকে লাইসেন্স না থাকার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা ও পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে দুইজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়নিউজ/কাওসার/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM