পেকুয়ায় দুই নারী গণধর্ষিত

0

কক্সবাজারের পেকুয়ায় বিধবাসহ দুই নারী ধর্ষণের শিকার হয়েছেন। মুখোশ পরিহিত দুর্বৃত্তরা ওই দুই নারীকে ধর্ষণ করে বলে ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় পুলিশ আলাউদ্দিন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটক ব্যক্তি জারুলবুনিয়া দক্ষিনজুম গ্রামের আলী হোসেনের ছেলে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া দক্ষিণ জুম দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষিতা দুই নারীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরের দিকে কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত পাহাড়ের দুর্গম স্থানে দুটি বাড়িতে হানা দেয়। এ সময় তারা দুই নারীকে উপর্যুপরি ধর্ষণ করা হয়। ধর্ষিতা দুই নারীর মধ্যে একজনের বয়স ২৫ বছর। অপরজনের বয়স ৩২ বছর। তাদের মধ্যে একজন বিধবা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আজম জয়নিউজকে বলেন, আমি ওই স্থানে গিয়েছিলাম। এটা স্পর্শকাতর বিষয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

জয়নিউজ/গিয়াস/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM