পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

0

পেকুয়ায় জেসমিন আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত গৃহবধূ উখিয়া উপজেলার হরিণমারা এলাকার মো. কালুর স্ত্রী। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহটি উদ্ধার করে। কিন্তু এটি হত্যা নাকি আত্মহত্যা এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নিউজ/গিয়াস/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM