ট্রাম্পকে তালেবানদের দাওয়াত!

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তালেবানরা। তাদের বক্তব্য, শান্তি আলোচনার জন্য তালেবানদের দরজা খোলা আছে।

তালেবান শীর্ষ নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই বলেন, আলোচনাই এখন আফগানিস্তানে শান্তির একমাত্র উপায়।

স্টানিকজাই বলেন, আমাদের দিক দিয়ে আলোচনার জন্য দরজা খোলা। তাই আমরা আশা করব অপর পক্ষও আলোচনার বিষয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিবিসি অনলাইনের এক খবরে এসব তথ্য জানানো হয়।

আফগানিস্তানের রাজধানী কাবুলে গত ৬ সেপ্টেম্বর এক গাড়িবোমা হামলায় এক মার্কিন সেনাসহ ১২ জন নিহত হন। ওই ঘটনার দায় স্বীকার করে তালেবানেরা। ওই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সঙ্গে পূর্বনির্ধারিত এক বৈঠক বাতিল করে দেন।

এর প্রেক্ষিতে বুধবার তালেবানদের তরফ থেকে নতুন করে আলোচনায় বসার আহ্বান জানানো হলো।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM