বিমানের বহরে যুক্ত হচ্ছে নতুন উড়োজাহাজ

খুব শিগগির বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হতে পারে আরো দুটি নতুন উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে এই উড়োজাহাজ দুটি কেনার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

- Advertisement -

জানা যায়, ২০০৮ সালে বোয়িংয়ের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি করে বিমান। পর্যায়ক্রমে ৯টি উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়।

- Advertisement -google news follower

সর্বশেষ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের বহরে যুক্ত হয় ড্রিমলাইনার ‘রাজহংস’।

এর আগে বিভিন্ন সময় চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের বহরে যুক্ত হয়।

- Advertisement -islamibank

সম্প্রতি জানা গেছে, আরো দুটি উড়োজাহাজ খুব শিগগির বিক্রি করতে চাচ্ছে বোয়িং। বাংলাদেশ বিমান ওই বিমান দুটি কিনতে পারে।

এর বাইরেও আরও দুটি কার্গো উড়োজাহাজ কেনারও পরিকল্পনা আছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বিমানের।

এ বিষয়ে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রিমলাইনার ‘রাজহংসের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “আরো তিনটি ড্যাশ প্লেন আসছে। তবে আমরা একটা খবর পেলাম বোয়িংয়ের আরো দুইটি প্লেন তারা খুব শিগগিরই বিক্রি করতে চাচ্ছে। কেউ অর্ডার দিয়ে পরে নেয়নি। সুযোগটা আমরা নেব।”

প্রধানমন্ত্রী বলেন, “আমি একটা অনুরোধ করব। এত কষ্ট করে, এত অর্থ দিয়ে বিমান কিনে দিয়েছি। অতএব এর রক্ষণাবেক্ষণ, সেটা যেমন আপনাদের আন্তরিকতার সাথে দেখতে হবে, সেই সাথে যাত্রীসেবা… যাত্রী সেবার মান, যাত্রীদের আস্থা বিশ্বাস-সততার সাথে নিষ্ঠার সাথে নিশ্চিত করতে হবে।”

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM