কদমতলী থেকে ফেনসিডিলসহ কামরুল গ্রেপ্তার

0

নগরের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ মো. কামরুল ইসলাম প্রকাশ কামরুল হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

কামরুল ফেনী ছাগলনাইয়ার জয়পুর মোবারক মিস্ত্রীর বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। বর্তমানে নগরের আকবরশাহ থানার সিটি গেইট মোস্তফা হাকিম কলেজ রোডের কমিশনার বাড়িতে বসবাস করেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সদরঘাট থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM