সিনেমা প্যালেস থেকে ইয়াবাসহ যুবক ২ গ্রেপ্তার

0

নগরের কোতোয়ালির সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ মো. জাহেদুল ইসলাম প্রকাশ জাহিদ (৩১) ও মো. ছলিম (৩৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহেদুল হাটহাজারীর দক্ষিণ পূর্ব মেখলের ফজর রহমান সুফি সাহেবের বাড়ির মৃত জেবল হোসেনের ছেলে ও ছলিম উখিয়া কুতুপালংয়ের সিদ্দিক মিয়ার বাড়ির মৃত সিদ্দিকের ছেলে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদেরভিত্তিতে কোতোয়ালির সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ৮৫০পিস ইয়াবাসহ মো. জাহেদুল ইসলাম ও মো. ছলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM