সেবকদের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন: চসিক মেয়র

0

চট্টগ্রাম সিটি করপোরেশন সেবকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় ৩টি সেবক কলোনিতে ১৪তলা বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৬টি বহুতল ভবন নির্মাণ করার প্রক্রিয়া চলছে। যেখানে ১ হাজার ৩১৪টি ফ্ল্যাট থাকবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরের আউটার স্টেডিয়াম সবুজমেলা মঞ্চে সংবর্ধনা সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ৩ কোটি ৭০ লাখ হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তি, নারী শিক্ষার প্রসারসহ বিভিন্নভাবে এককোটি মানুষকে সহযোগিতা করছেন সরকার।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হব। এজন্য তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মেয়র বলেন, আমার জানা নেই, বাংলাদেশের কোথাও কোনো অস্থায়ী কর্মচারী বৈশাখী ভাতা, ঈদ বোনাস পায় কিনা? তবে আমার হাতে সুযোগ ছিল বলে কর্পোরেশনের অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের এই ভাতা দিয়েছি।

চসিক সিবিএ এর সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা এবং জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সফর আলী, চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিবিএর সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম চৌধুরী, সিবিএর সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম চৌধুরী, মো. ইয়াছিন, রুপন কান্তি দাশ, আবুল মাসুদ, মো. ফরিদ, ওয়ালিমুল আজিম সোহেল ও হরিজন সম্প্রদায়ের পক্ষে দিলীপ দাশ, চসিক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, গোলাম মোহাম্মদ জোবায়ের, সলিমুল্লাহ বাচ্চু, হাজী নুরুল হক, আবুল হাসেম, এসএম এরশাদুল্লাহ, মো. জাবেদ, ছালেহ আহম্মদ চৌধুরী, আব্দুল কাদের, গোলাম মোহাম্মদ চৌধুরী, মো. ইসমাঈল বালী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, মনোয়ারা বেগম মণি, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মুজিবুর রহমান ও বিপ্লব চৌধুরী।

উল্লেখ, চসিকের ইতিহাসে এই প্রথম সিবিএ কর্তৃক সংবর্ধিত হলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM