জামিনে মুক্ত মাসুম

0

নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি কারাগার থেকে মুক্ত হন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জয়নিউজকে বলেন, উচ্চ আদালতের জামিন আদেশ রোববার আমরা পেয়েছি। এই আদেশ কারাগারে পৌঁছানোর পর দিদারুল আলম মাসুম মুক্তি পাবেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জয়নিউজকে বলেন, রোববার বিকেলে জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর দিদারুল আলম মাসুমকে মুক্তি দেওয়া হয়। তার অনুসারীরা এসে জেলগেট থেকে তাকে নিয়ে যায়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানী থেকে মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জয়নিউজ/আরডি/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM