ধুলায় ধূসরিত শত শত যানবাহন। কোনোটির আসন নেই, কোনোটির নেই দরজা। চাকা বসে গেছে, কোনোটির আবার গ্লাস উধাও। আবার কোনোটির শুধু কাঠামো পড়ে আছে। কোনো কোনো গাড়ির ভিতরেই জন্মেছে গাছ। এসব যানবাহন বছরের পর বছর খোলা আকাশের নিচে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে। চুরি যাচ্ছে যন্ত্রাংশ। ব্যবহারের উপযোগিতা হারিয়ে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। ভাঙাচোরা এসব গাড়ির স্তূপের কারণে ডাম্পিংগুলো যেন একেকটি ময়লার ভাগাড়। নগরের মনছুরাবাদ পুলিশ লাইন ডাম্পিং থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের নিজস্ব আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া