লতার চেয়ে বড় হব না কোনোদিন: রানু মণ্ডল

গান গেয়ে ভাইরাল হওয়া রানু মণ্ডলকে ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকারের তীর্যক মন্তব্যের জবাব দিয়েছেনে রানু মণ্ডল

- Advertisement -

‘কাউকে অনুকরণ করে বেশি দূর আগানো যায় না। কারও অনুকরণ কখনো সাফল্যের চাবিকাঠি হতে পারে না। কিশোর কুমার, মহম্মদ রফি, মুকেশ বা আশা ভোঁসলে বা তার গান গাওয়া কিছুদিনের জন্য কাউকে লাইমলাইটে রাখতে পারে। কিন্তু এটা চিরকালীন নয়। অনেকেই তো তার গান ভালো গান। তার মধ্যে কতজন শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? আমি শুধু সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষালকে চিনি।’ লতা মঙ্গেশকারের এ কথার জবাবে রানু মণ্ডল বলেন, ‘লতাজির বয়সের অনুপাতে আমি অনেক ছোট। ভবিষ্যতেও ছোটই থাকব। শৈশব থেকেই তার কণ্ঠ আমার খুব প্রিয়। তার গান শুনেই বেড়ে উঠেছি।’

- Advertisement -google news follower

লতা মঙ্গেশকারের গান ‘প্যায়ার কা নগমা’ গেয়েই লতাকণ্ঠী হিসেবে সোশ্যাল মিডিয়ার তরফে ‘সুরসম্রাজ্ঞী’হিসেবে আখ্যা পেয়েছেন পশ্চিমবঙ্গের রানাঘাটের রানু মণ্ডল।

জয়নিউজ/এসএম
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM