পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

0

পটিয়া বাইপাস সড়কে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১ জন নিহত ও ২৫ জন আহত হবার খবর নিশ্চিত করেছে পটিয়া ফায়ার সার্ভিস। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জয়নিউজকে বলেন, দুপুর একটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া বাস পটিয়া বাইপাস সড়কের মাঝামাঝি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে  সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আহতদের পটিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে। নিহত ও আহতদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায় নি।

জয়নিউজ/কাউছার/এসএম
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM