খাগড়াছড়িতে মধুপূর্ণিমা পালিত

খাগড়াছড়িতে পালিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধুপূর্ণিমা।

- Advertisement -

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে ধর্মীয় আনুষ্ঠানিকতাসহ এ উপলক্ষে ছিল দিনব্যাপী নানা আয়োজন।
খাগড়াছড়িতে মধুপূর্ণিমা পালিত

- Advertisement -google news follower

অনুষ্ঠান সূচির মধ্যে বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুল পূজা, ভিক্ষু সংঘের উদ্দেশে মধুদান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, চীবর দান, ভিক্ষুদের পিন্ড দানসহ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন ও আকাশ প্রদীপ উত্তোলন করা হয়।

উল্লেখ, পারল্য বনে বুদ্ধ যখন বর্ষাব্রত পালন করছিলেন তখন বনের পশুপাখিরা তাকে অহিংসা সেবা ও শ্রদ্ধা করেছিলেন এবং সেই সময়ে ভাদ্র পূর্ণিমা তিথিতে বনের একটি বানর বুদ্ধকে মধু দান করে তৃপ্ত হয়েছিলেন।

- Advertisement -islamibank

শুধু তাই নয় তিন মাস বর্ষাব্রত পালনের সময় বন্যে হাতিসহ সকল পশুপাখিরা বুদ্ধকে সেবা যত্ন করেছিল বলে এই মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুব তাৎপর্যপূর্ণ।

খাগড়াছড়িতে য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর বনবিহার, অপরাজিতা বৌদ্ধ বিহার, পানছড়ি শান্তি অরণ্য কুঠিরসহ প্রায় দুই শ’র অধিক বৌদ্ধ বিহারে এই মধুপূর্ণিমা পালিত হয়।

জয়নিউজ/শ্যামল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM