হাসিনা-মোদী বৈঠক অক্টোবরে

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিনা ও মোদী নতুন সরকার গঠনের পরে এই প্রথম শীর্ষ বৈঠক বসতে চলেছেন।

- Advertisement -

অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে হবে এই বৈঠক। আগামী ৩ অক্টোবর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বলছে আনন্দবাজার পত্রিকা।

- Advertisement -google news follower

দিল্লি পৌঁছে ৪ অক্টোবর ‘ইন্ডিয়ান ইকনমিক সামিট’-এ যোগ দিবেন হাসিনা। ৫ অক্টোবর বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বৈঠক সেরে ৬ কিংবা ৭ অক্টোবর দেশে ফিরবেন মুজিবকন্যা।

ভারত বরাবরই বাংলাদেশের বন্ধু দেশ হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে আসামে এনআরসি নিয়ে উৎকণ্ঠা থাকায় বৈঠকটি দু’দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

- Advertisement -islamibank

মোদী-হাসিনা আসন্ন বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উঠবে বলে ধারনা করছেন রাজনীতি বিশ্লেষকরা। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, জলচুক্তি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে তাদের ধারনা।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM