চৌমুহনীতে নীলগিরীর উদ্বোধন

0

নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডের চৌমুহনীতে উদ্বোধন করা হয়েছে নীলগিরী নামে এক রেস্টুরেন্ট।

বুধবার ( ১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় এ রেস্টুরেন্ট উদ্বোধন করেন চেম্বার অব কমার্সের সভাপতি মো. মাহবুবুল আলম।

রেস্টুরেন্টের মালিক লায়ন এমএ হোসেন বলেন, আমরা দেশী-বিদেশি নানাধরণের সুস্বাদু খাবার নিয়ে শুরু করেছি। আমরা যথাসাধ্য খাবারের মান ধরে রাখার চেষ্টা করব। এতে ভোজন রসিকদের জন্য রয়েছে বাংলা ইন্ডিয়ান, চাইনিজ, ওরশ আকনী, বিরানী, বৃহস্পতি ও সোমবারে মেজবানী খাবার, ইলিশ খিচুরী, মালাই, মাসালা চাসহ নানাপদের খাবার ও ভর্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শামসুদ্দিন শিশির, কাজী আবুল মনসুর, আলিউর রহমান, শামশুল হুদা মিন্টু, নাজমুল হক ডিউক, জসিম উদ্দিন চেয়ারম্যান, মহসিন তালুকদার, ডা. ইলিয়াস, ইঞ্জিনিয়ার শাহিন, মো. জলিল, নোমান উল্লাহ বাহার, অ্যাডভোকেট আবসার, ডা. ইমরান, মো. আমজাদ ও আবির হোসেন প্রমুখ।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM