‘মহাসড়কে টোল আদায়ে বিএনপির কোনো অভিজ্ঞতা নেই’

0

মহাসড়কে টোল আদায়কে গণবিরোধী বলছে বিএনপি। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কোনো ফোর লেন করেনি, কাজেই তাদের এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন। সুতরাং মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই।

টোল আরোপের সিদ্ধান্ত কবে থেকে বাস্তবায়িত হবে?- সাংবাদিকরা প্রশ্ন করলে কাদের বলেন, এটার প্রক্রিয়া চলছে। পৃথিবীর সব দেশেই সড়কে টোল আছে।

‘সড়ক মেরামত করতে হয়, আবার সংস্কারও করতে হয়। সড়ক যারা ব্যবহার করবে, সব দেশেই তাদের টোল দিতে হয়। বাংলাদেশ কেন ব্যতিক্রম থাকবে?’

টোলের হার নির্ধারণের বিষয়ে মন্ত্রী বলেন, ব্যাপারটা প্রক্রিয়াধীন, মন্ত্রণালয় থেকে বিআরটিএকে নিয়ে বিষয়টা রিজন্যাবল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি সব গাড়িকেই টোল দিতে হবে। একেকটার একেক রকম টোল হবে, বলেন কাদের।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM