বায়োমেট্রিক হাজিরা বাতিল চান চমেকের চিকিৎসকরা

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (চমেক) বায়োমেট্রিক পদ্ধতিতে চিকিৎসকদের হাজিরা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম।

- Advertisement -

বুধবার (১১ সেপ্টেম্বর) চমেকের কোনো চিকিৎসক বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেননি। এছাড়া কলেজের বায়োমেট্রিক মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর আগে চমেকের পক্ষ থেকে চিকিৎসকদের ১১ সেপ্টেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে শতভাগ হাজিরা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছিল।

- Advertisement -google news follower

এব্যাপারে চমেক অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর জানান, বিএমএ চট্টগ্রাম বায়োমেট্রিক পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছে। কলেজের মেশিনগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়াতে বুধবার বায়োমেট্রিক হাজিরা দেওয়া বন্ধ ছিলো।

গত সপ্তাহে নতুন দশটি মেশিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে চমেক হাসপাতালের জন্য পাঠায়। এরপরই এগুলে স্থাপন করে কর্তৃপক্ষ।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM