বোধনের আবৃত্তি সন্ধ্যা `শান্তি ও সম্প্রীতি’ ১৩ সেপ্টেম্বর

0

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ও বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের আয়োজনে আগামী ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে (Seventy-one selected poems dedicated to SHEIKH HASINA) কাব্যগ্রন্থের আলোকে আবৃত্তি অনুষ্ঠান “শান্তি ও সম্প্রীতি”।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ড. অনুপম সেন, প্রধান অতিথি কবি আজিজুর রহমান আাজিজ ও প্রধান আলোচক আবদুল মান্নান উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

জয়নিউজ/এসএম
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM