মিরসরাইয়ে যুবককে কুপিয়ে হত্যা

0

পূর্ব শত্রুতার রেশ ধরে আফজাল হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত আফজাল মিরসরাই জোরারগঞ্জের ইসলামপুর ইউনিয়নের মিন্টু মিয়ার ছেলে।

কিছুদিন আগে মারামারির রেশ ধরে সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আফজালকে কুপিয়ে জখম করে তার বিরোধী পক্ষের লোকজন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া জয়নিউজকে বলেন, তাকে প্রথমে মাস্তানগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ বেশ কয়েকটি মামলায় আফজাল একাধিকবার গ্রেপ্তার হয়েছিল উল্লেখ করে বলেন, এই ঘটনায় সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তার বাবা বাদি হয়ে একটি মামলা করেছে। মামলাটি হত্যা মামলায় স্থানান্তর এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।

 

জয়নিউজ/এসএম
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM