পুরুষ টয়লেটে নায়িকা নুসরাত, এরপর…

0

এখনকার যুগে প্রায় সব শপিং মলগুলোতেই আধুনিক টয়লেট দেখা যায়। টয়লেটের বাইরেও নানা রকম চিহ্ন ও ছবি দিয়ে বোঝানো হয়ে থাকে কোনটাতে পুরুষ আর কোনটাতে নারীরা যাবেন।

অনেক সময় দেখা যায়, অসাবধানতায় অনেক পুরুষ ঢুকে পড়েন নারীদের টয়লেটে। নারীরাও এই পরিস্থিতির শিকার হন। তেমনি এক পরিস্থিতির মুখোমুখি হলেন নায়িকা নুসরাত! বুঝতে না পেরে তিনি একেবারে ঢুকে পড়েছিলেন পুরুষদের টয়লেটে।

বলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত বারুচা। নিজেই জানালেন তার এই অভিজ্ঞতার কথা। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ‘ড্রিমগার্ল’ ছবিতে দেখা যাবে নুসরাতকে। এই ছবির প্রোমোশনে এসেই নুসরাত জানালেন এই কাণ্ডের কথা।

তিনি বলেন, ‘এই ঘটনা আমি কোনোদিন ভুলব না। টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি! ভেতরে ঢুকে চোখে পড়ে ইউরিনাল। ব্যস, আমি বুঝে গিয়েছিলাম কত বড় ভুলটা করে বসেছি।

ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতো! এখনও ওই ঘটনার কথা শুনলে খুব হাসি পায়।’

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM