কর্ণফুলী নদীতে ডুবে কয়লা শ্রমিক নিহত

0

কর্ণফুলী নদীতে ডুব দিয়ে কয়লা উত্তোলন করার সময় মো. নূর (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার ১১ নম্বর ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নূর কর্ণফুলী থানার শাহ মিরপুর এলাকার আমাত উল্লাহর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দীন তালুকদার জয়নিউজকে বলেন, নিহত নূর কর্ণফুলী ঘাটে কয়লা শ্রমিক হিসেবে কাজ করত। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীতে ডুব দিয়ে কয়লা উত্তোলনের সময় অসাবধানতাবশত তিনি ডুবে যান। কিছুক্ষণ পর তিনি ভেসে উঠলে তাকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM