পাঁচ দেশের ৮ দল খেলবে শেখ কামাল ফুটবল চ্যাম্পিয়নশিপে

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী বলেছেন, পাঁচটি দেশের আটটি দল নিয়ে ১৯ অক্টোবর থেকে শুরু হবে শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ-২০১৯। এ টুর্নামেন্টের লক্ষ্য হলো শেখ কামালকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করানো।

- Advertisement -

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে সিজেকেএস কনভেনশন হলে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ও জাতীয় সংসদ্যের হুইপ শামশুল হক চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থা, জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন কর্মকর্তাদের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

নগরপিতা বলেন, আন্তর্জাতিক এ টুর্নামেন্ট জন্য চট্টগ্রাম সার্বিকভাবে প্রস্তুত। এম আজিজ স্টেডিয়ামকে ঢেলে সাজানো হবে।
নগরের অভিভাবক হিসেবে তিনি টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

- Advertisement -islamibank

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী জয়নিউজকে বলেন, কলকাতার মোহনবাগান ইতোমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ করার বিষয়টা নিশ্চিত করেছে। এছাড়া মালদ্বীপ, মালেশিয়া, নেপাল, থাইল্যান্ডের শক্তিশালী ক্লাব দল এতে অংশগ্রহণ করবে।

সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলমগীর, সিজেকেএস সহসভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য দিদারুল আলম, জহির আহমদ চৌধুরী, একেএম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. ইউসুফ, মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেখা আলম চৌধুরী, মনোরঞ্জন দে, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি এসএম শহীদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. শাহজাহানসহ চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং সিজেকেএস কাউন্সিলররা।

জয়নিউজ/পার্থ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM