চট্টগ্রামে আরো একজনের প্রাণ গেল ডেঙ্গুতে

0

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আবু সৈয়দ (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মৃত আবু সৈয়দ টাঙ্গাইলের বাসিন্দা মো. সালামের ছেলে। তিনি নগরের কোতোয়ালির আছাদগঞ্জ এলাকার ইসলাম কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন দাশ জয়নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে আবু সাঈদকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তিনি ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM