সবজির দাম কিছুটা কমেছে

0

সপ্তাহের ব্যবধানে কমেছে সবধরনের সবজির দাম। কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে লেয়ার, সোনালি ও ব্রয়লার মুরগি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) নগরের রিয়াজউদ্দিন বাজার, দেওয়ান বাজার, কাজীর দেউরি ও চকবাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিকেজি টমেটো ৮০ টাকা, গাজর ৫০ টাকা, পটল ৩০ টাকা, ঝিঙা ৪০ টাকা, করলা ৪০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, লাউ ৩০ টাকা, ঢেড়স ৩০ টাকা, শসা ৩৫ টাকা, কচুর লতি ৪০ টাকা ও পেঁপে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি আঁটি লালশাক ১০ টাকা, লাউশাক ২০ টাকা, কুমড়াশাক ২০ টাকা, পুঁইশাক ১৫ টাকা এবং কলমি শাক বিক্রি হচ্ছে ১০ টাকায়।

আকার ভেদে প্রতিকেজি ইলিশ ৫শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা, কাতলা ২৫০ থেকে ৪০০ টাকা, রুই ২৫০ থেকে ৩০০ টাকা, চিংড়ি ৪০০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা এবং কই মাছ ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। বাজারে দেশি মুরগি ২২০ টাকা, সোনালি ২৮০ টাকা, ব্রয়লার ১২০ টাকা এবং লেয়ার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫৫০ টাকা এবং খাসি ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জয়নিউজ

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM