সিএমপির উপ-কমিশনার পদে রদবদল

0

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) পদে হারুনুর রশিদ হাযারীর বদলে পদায়ন করা হয়েছে উপ-কমিশনার আমির জাফরকে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের দেওয়া এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে হারুনুর রশিদ হাযারীকে উপ-কমিশনার (পিওএম-উত্তর) পদে বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ট্রাফিক উত্তরের উপ-কমিশনার হারুনুর রশিদ হাযারীকে পিওএম-উত্তর পদে বদলি করা হয়েছে। উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) পদে আমির জাফরকে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি আমির জাফর খুলনা মেট্রোপলিটন পু্লিশ থেকে বদলি হয়ে সিএমপিতে আসেন। এদিকে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) পদে যোগদান করেছেন অতিরিক্ত ডিআইজি মোস্তাক আহমেদ খান। তিনি উপ-কমিশনার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।

জয়নিউজ/পার্থ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM