খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

0

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ির দক্ষিণ লতিবান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ লতিবান এলাকার মৃত নবীন চন্দ্র চাকমার ছেলে প্রমিথ বিকাশ চাকমা ও তার ছেলে তসিম চাকমা।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাড়ির পাশে পুকুরে হাঁসের ঘর মেরামত করার জন্য বাবা-ছেলে পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাদেরকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জয়নিউজ/সবুজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM