এনায়েত বাজার থেকে ইয়াবাসহ গ্রেপ্তার রাসেল

0

নগরের এনায়েত বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ২৭০ পিস ইয়াবাসহ মো. আনোয়ারুল হাসান রাসেল (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় একটি স্কুটিও আটক করা হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে এনায়েত বাজার এলাকার হোটেল আল ফয়সাল ইন্টারন্যাশনাল লিমিটেডে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এনায়েত বাজারের হোটেল আল ফয়সাল ইন্টারন্যাশনাল লিমিটেডে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হোটেল থেকে পালানোর সময় মো. আনোয়ারুল হাসান রাসেল নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী, হোটেলের পার্কিংয়ে রাখা একটি স্কুটির (স্কুটার) ভেতর থেকে ৯ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত স্কুটিও জব্দ করা হয়। গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM