খাগড়াছড়িতে রাখালের লাশ উদ্ধার

0

খাগড়াছড়ির দীঘিনালায় মো. শহীদুল উল্লাহ নামে এক রাখালের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে দীঘিনালার পূর্ব উদালবাগান খামারপাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এরপর লাশটির সুরতহাল করতে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হতে পারে।

দীঘিনালা থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াছ জানান, পুলিশ এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

জয়নিউজ/শ্যামল/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM