‘উচ্চশিক্ষার সঙ্গে নৈতিকতা মেখে নিতে হবে’

0

‘শুধুমাত্র শিক্ষিত হলে চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে নৈতিকতাতে মেখে নিতে হবে। তারপরই তোমরা দেশের সম্পদে পরিণত হবে।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন শিক্ষাবিদ চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খান। সোমবার (২ সেপ্টেম্বর) নগরের হাফিজ পার্কে কলেজটির নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নবীনদের বরণ করতে নিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। আলোচনা অনুষ্ঠান শেষে দুপুরের খাবার সারেন আগত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

আর দুপুর গড়াতেই নবীনদের মুখে বেজে উঠল, ‘ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।’ নবীনদের কণ্ঠে এমন দেশপ্রেমের গান দিয়েই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

জয়নিউজ/আরডি/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM