আফগান স্পিনে নাকাল সোহানরা

0

বিসিবি একাদশ ও আফগানিস্তানের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ অনুমিতভাবেই ড্র হয়েছে। যেখানে নিজেদের প্রথম ইনিংসে আফগানিস্তানের স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সোহান বাহিনী।

রোববার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের আগে ব্যাটে-বলে আফগানিস্তানের প্রস্তুতিটা ভালোই হয়েছে। ব্যাটিংয়ে প্রথম দিন ফিফটি পান দুই ওপেনার ইহসানউল্লাহ জানাত ও ইব্রাহিম জাদরান। অন্য ব্যাটসম্যানরা যদিও সেভাবে ভালো করতে পারেননি।

শেষ দিনে বোলিংয়ে প্রস্তুতি সেরেছেন আফগান বোলাররা। বিশেষ করে চায়নাম্যান জহির খান ও লেগ স্পিনার রশিদ খান দারুণ বোলিং করেছেন। এই দুজনের স্পিনেই বেশি ভুগেছেন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। স্বাগতিকদের ১২৩ রানে গুটিয়ে দিতে জহির ৫টি ও রশিদ নেন ৩ উইকেট।

আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৯৯ ওভারে ২৮৯/৯ ডিক্লে. (ইহসানউল্লাহ ৬২, ইব্রাহিম ৫২, জাভেদ ৩, রহমত ৭, হাশমতউল্লাহ ২৬, আসগর ১৬, নবী ৩৩, ইকরাম ১, আফসার ৩৫*, রশিদ ১৩, কাইস ২৩*; রানা ০/৩২, মানিক ০/৩৪, সালাউদ্দিন ০/৩৬, সুমন ৩/৪৩, জুবায়ের ০/৬৮, গালিব ০/১৮, আল আমিন ৪/৫১)।

বিসিবি একাদশ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২৩ (বিজয় ১৯, সাব্বির ৪, ফজলে মাহমুদ ৮, নাঈম ১৩, আল আমিন ২৯, সোহান ১৫, শুক্কুর ৯, ফারদিন ১৪, সুমন ৩, রানা ০, মানিক ০*; ইয়ামিন ০/১২, শাপুর ১/৪, নবী ০/১৮, রশিদ ৩/২৬, শিরজাদ ১/২৩, জহির ৫/২৪, কাইস ০/১০)।

আফগানিস্তান ২য় ইনিংস: ৩.৫ ওভারে ১৪/০ (জাভেদ ১২*, রহমত ২)।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM