মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

0

মহেশখালীর মাতারবাড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রানা মাতারবাড়ির সাইরার ডেইল এলাকার নুরুল হকের ছেলে।

সোমবার (২ সেপ্টেম্বর)ভোরে র‌্যাবের টহলদলের সঙ্গে মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশুকুর রহমান বলেন, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন কুখ্যাত দস্যু। ২৬ আগস্ট নোয়াখালীর হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা-বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা সে। তাকে ধরতে সোমবার ভোররাতে র‌্যাব-৭ এর সদস্যরা অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। এসময় আত্মরক্ষায় র‌্যাব গুলি করলে কিছুক্ষণ পর পিছু হটে তারা। পরে ঘটনাস্থলে তল্লাশি চালালে নুরুল কাদের রানাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ সাতটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM