হাটহাজারীতে ১ টন পলিথিন জব্দ

0

হাটহাজারীতে নামবিহীন একটি কারখানা থেকে প্রায় এক টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ পাহাড়তলীর পশ্চিম ছড়ারকুল এলাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা ও হাটহাজারী পুলিশ।

এ ব্যাপারে আজাদুর রহমান জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নামবিহীন একটি কারখানা থেকে প্রায় এক টন পলিথিন জব্দ করেছি।

তিনি আরও বলেন, নামবিহীন কারখানার মালিক মো. জামাল উদ্দীনকে রোববার (১ সেপ্টেম্বর) মহানগর পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM