চবি ডাইনিংয়ে খসে পড়ল ফ্যান!

0

দুপুরের খাবার খাওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের ডাইনিং রুমের সিলিং থেকে চলন্ত অবস্থায় পড়ে গেছে একটি ফ্যান। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক ছাত্রী।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় অল্প কিছু শিক্ষার্থী খাবার খাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী হাফসা আকতার জয়নিউজকে বলেন, ফ্যানের নিচেই বসেছিলাম। ফ্যানটা খুলে গিয়ে আমার পাশের চেয়ারে পড়ল। দুটো চেয়ার একসঙ্গে জোড়া দেওয়া ছিল।

তিনি বলেন, ফ্যানটি আমার পাশের চেয়ারে পড়ে পাখাগুলো ভেঙে গেছে। এসময় আমি ধাক্কা খেয়ে উঠে যাই। পাশের চেয়ারটায় বসলে ফ্যানটা আমার মাথায় পড়ত।

হাফসা বলেন, ডাইনিং কক্ষের অন্যান্য ফ্যানগুলো অনেক পুরনো। এগুলো মেরামত করা হয় না।

তবে এ ব্যাপারে কিছুই জানেন না প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা।

তিনি জয়নিউজকে বলেন, আজ ছুটির দিন। অফিসও বন্ধ। আমি বাইরে আছি। আর কেউ আমাকে কিছু বলেনি। কেউ জানালে বলতে পারব।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM