আবারও রানাঘাটের রানু (ভিডিওসহ)

0

ভারতে রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় স্টার রানু মণ্ডল। এই গানই তাঁকে পৌঁছে দিয়েছে বলিউডে।

বলিউড গায়ক হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে একটি গান ইতোমধ্যেই গেয়েছেন রানু। এবার সেই ছবির জন্য আরও একটি গান তাঁকে দিয়ে রেকর্ড করালেন হিমেশ।

শুক্রবার (৩০ আগস্ট) সেই গান রেকর্ডের ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন হিমেশ রেশমিয়া। গানটি আপলোডের ঘণ্টা তিনেকের মধ্যেই দেখেছেন দেড় লাখেরও বেশি ইউজার!

হিমেশ লিখেছেন, তেরি মেরি কাহানির পর হ্যাপি হার্ডি অ্যান্ড হীর-এর আর একটি গান ‘আদাত’ রেকর্ড করলেন রানু মণ্ডল।

ওই ভিডিওতে দেখা গেছে, ‘তেরি মেরি কাহানি’ গানের রেকর্ডিংয়ের মতোই রানুর পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহিত করছেন হিমেশ। এই রেকর্ডিংয়ের সময় ‘রানাঘাটের লতা’কে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল।

জয়নিউজ/হিমেল

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM