ইমামের কক্ষে ৩ শিশুর লাশ

0

চাঁদপুরে একটি মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) বেলা আড়াইটার দিকে মতলব উপজেলার পূর্ব কলাদিয়া জামে মসজিদের ইমামের কক্ষ থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

তিন শিশু হলো ওই মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৫), মতলব দক্ষিণ উপজেলার নলুয়া এলাকার জসিম উদ্দিন প্রধানিয়ার ছেলে রিফাত প্রধানিয়া (১৪) ও একই উপজেলার কাশিমপুর এলাকার কামাল হোসেন পাটোয়ারির ছেলে ইব্রাহিম পাটোয়ারি (১২)।

পুলিশ জানায়, ইমাম জামাল তার ছেলেকে ঘরে রেখে মসজিদে ঢোকেন। নামাজ শেষে তিনি তার কক্ষ ভেতর থেকে আটকানো দেখতে পান। ডাকাডাকি করে তাদের সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে ঢোকে। মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোনো ধরনের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM