চট্টগ্রাম পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

0

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছে আফগানিস্তান দল। আগামী ১-২ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি সংস্থার ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ক্রিকেটাররা।

এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিয়ে আসা হয় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে।

রশিদ খানের নেতৃত্বে আফগান ক্রিকেটাররা বিশ্রাম শেষে হালকা অনুশীলন করবেন। ৫-৯ সেপ্টেম্বর সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অংশ নেবে আফগানরা।

এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় দল হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলতে ৮ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা আছে জিম্বাবুয়ে দলের। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি।

জয়নিউজ/আরডি/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM