চট্টগ্রাম টেস্ট: তাসকিন ইন, মোস্তাফিজ আউট

0

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তবে দলে রাখা হয়নি অপর পেসার মোস্তাফিজুর রহমানকে।

শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দলে আরো ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টেস্টের দলে নেই ওপেনার তামিম ইকবালও।

এদিকে এদিন (শুক্রবার) সকালে আফগানিস্তান দল ঢাকায় পৌঁছে। বিমানবন্দরে পৌঁছেই সেখান থেকে স্থানীয় ফ্লাইটে করে চট্টগ্রামে চলে আসেন আফগানরা।

টেস্ট দল: সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM