বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

0

বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইরান (৩৫) নামে এক জলদস্যু নিহত হয়েছে।

নিহত মো.ইরান পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ প্রকাশ সিরাজ ফকিরের ছেলে। ইরান একজন কুখ্যাত জলদস্যু। তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে পূর্ব চাম্বল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র,গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো.মাশকুর রহমান জানান,পূর্ব চাম্বলে সকালে র‌্যাবের টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ১৩টি অস্ত্রসহ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM