আলোচনায় রাইমা-পরমের বন্ধুত্ব

0

রাইমা সেন আর পরমব্রত চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব বহুদিনের। সন্দ্বীপ রায়ের ‘নিশিযাপন’ ছবিতে তারা প্রথম জুটি বেঁধেছিলেন। এরপর থেকে দুজনের বন্ধুত্ব গাঢ় হয়। হাওয়া বদল, বাইশে শ্রাবণ, বাস্তুসাপ, ছায়া মানুষসহ অনেক হিট ছবিতে তারা অভিনয় করেছেন।

সম্প্রতি জানা গেছে, দুই বন্ধুতে মিলে নিয়মিত ব্যায়ামাগারে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরমের সাথে একটি ছবি শেয়ার করেছেন রাইমা।

মুরারি রক্ষিতের পরবর্তী ছবি ‘রিইউনিয়নে’পরমব্রতের সাথে দেখা যাবে রাইমা সেনকে। এই ছবির প্রধান চরিত্রে দুজনেই কলেজের বন্ধুর ভূমিকায় থাকবেন যাদের দেখা হবে ২০ বছর পর।

জয়নিউজ/এডি/জেডএইচ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM